বৈকালিক পদশব্দের নীরবতায় কয়েকটি উক্তি
আমার দুঃখের সব খ্যাতনামা প্রাচীর,
সমস্ত আভা তোমার আঁখির মত
ম্লান হয়ে যাওয়া অন্ধকারের রুদ্রশোক,
গঙ্গাফড়িঙ জানালায় বিষন্ন আকাশ
মেঘবিদুর বসন্তের পালাবদলে বেড়ে যাওয়া বয়স
তোমাকে না বলা অনন্ত প্রত্যুষ মহাকাব্য,
প্রেমের কয়েক মুহুর্ত আগের হৃদয়ের নিঃসঙ্গ আবেগ
সব উপমা ফিকে হয়ে আসে তার কাছে,
জীবনাবৃত্তের প্রতিটি স্পন্দনের ঊষ্ণ আহবানে
অরুণিমার আলোই প্রমাণ করে দেয়,
ভালোবাসা -নিছক কোন বোধ নয়
নিরঙ্কুশ লোকজ অনুভূতির এক সমন্বিত রূপ।