দিনভর বিষাক্ত  অসুখের পরিব্যাপ্ত ডানায়-
আর শকুনের নগ্ন চোখের প্রাচীন বিষাদে
বেচে থাকে এই প্রাচীন নেক্রোপলিস-
যার ধূসরিত সুদীর্ঘ ছায়ায় সুনিশ্চিত উল্লাসে
রক্তাক্ত শ্বদন্ত নিয়ে জেগে উঠে কিছু লৌকিক নেকড়ে
যারা সকল স্বচ্ছতা, নির্ভরতা বিচ্ছিন্ন করে,
অনিয়ত মিথষ্ক্রিয়ায় খুবলে নেয় সততার মাংশ,
ধ্বংসস্তুপের পাশে দাড়িয়ে পালন করে অপার্থিব উল্লাস
যাদের ছাইরঙ পশমে মিশে থাকে জাগতিক মিথ্যার অহংকার,
তারা বিস্তৃত অদ্ভুত আধারে অপেক্ষায় থাকে প্রচন্ড মৃগতৃষায়,
এ পৃথিবীর মেঘহীন বিষন্ন ধ্বংসস্তূপে দাড়িয়ে
অবশেষে রক্তিম চাঁদের নিচে সুদীর্ঘ চিৎকার করে উঠে,
আর আমরা হব ধ্বংসবিষাদ
আর আমরা হব ধ্বংসবিষাদ