মাঙ্গলিক প্রগাঢ়তার সব স্মৃতিচিহ্ন পেরিয়ে
আবদ্ধ উৎসবকে কর আলিঙ্গন,
বিমুঢ় শরতের আর্ত কাশফুলে-
ছুড়ে ফেল সত্যবদ্ধ অভিমান
দু:খগুলো গুঁজে দাও আমার শিকড়ের মজ্জায়,
অতঃপর মুক্ত করে নিও নিজেকে,
অতলান্তিক দ্রষ্ট্যব্যের ভার থেকে
আমার গৃহহীন ছায়া কখনো পাশে দাড়ালে,
যৌথ উল্লাসে হাত রেখ না হৃৎপিন্ডে
আমি তো চলেই গিয়েছি
মৃত্যুর আবছায়া পেরিয়ে কয়েক পা।