তোমার সব দুঃখগুলো আমায় দাও,
সুখগুলো না হয় তোমার  নিজস্ব কোষাগারেই থাক
আগলে রেখ সমস্ত মৌনতা সুলভ ইচ্ছায়
আমি বরং দুঃখ নিয়েই থাকি,
নিয়তির সাথে যুদ্ধে নামি ডাকপিয়নের রোজনামচায়,
সভ্যতার করতলে জমানো শুভ্র পুঁজিবাদ,
অথবা বন্যতায় নাইবা থাকুক অনুভূতির তীব্র প্রতিবাদ,
‎জেগে উঠার কয়েক মূহুর্ত আগে
‎হাত ধরাধরির স্পর্শতা যেখানে ম্রিয়মান,
সেখানে জাগ্রত আমি রক্তচক্ষু নিয়ে অবিশ্রান্ত  উল্লাসহীন,
সহস্র ‎একক বসন্তদিন পেরিয়ে যাবার  পর,
সহসা অতলান্তিক নীরবতায় বোধগম্য হয়
মহতী সুঃখের অলীক উন্মাদনা আমার জন্য নয়
আমার সময় কাটুক বরং অনিয়ন্ত্রিত দুঃখবিলাসে।