ঈশ্বরের অশ্রু যদিও পৃথিবীতে নিপতিত হয় না,
তবু মাঝে মাঝে পিতার ঘামের দাম,
আমার কাছে সর্বস্ব রত্নখচিত রোমান সাম্রাজ্য মনে হয়,
প্রার্থনায় যাই মন্দির, মসজিদ অথবা প্যাগোডায়,
হাটু গেড়ে বসে জানাই নিত্য পাওনা অভিলাষ,
পাথরের দেবতার মুখ ভাবলেশহীন,
বোধগম্য হয় না আমার কথা শুনল কিনা,
মগ্ন অধঃপতিত হৃদয় নিয়ে-
ফিরে আসি গৃহের কোণে,
সেখানে একটি মুখ ঈশ্বরের অবাক মুখশ্রী নিয়ে
আমার জন্য অপেক্ষায় থাকে,
স্নেহের সুতীব্র ইচ্ছায়
আমার ক্লান্ত কপালে আঙুল রেখে যায়,
মুছে দেয় সকল নিষ্ক্রান্ত দুঃসময়,
অনুভবে আমার বাবার মহানতায়,
নিমিষে দূর হয়ে যায় সকল জাগতিক ক্লেশ,
আমি ভাবি সাত আকাশ দূরের স্বর্গে নয়,
ঈশ্বর বাস করেন আমার খুব কাছেই।।