আমি যদি সন্ত্রাসবাদী হতাম
তাহলে আজ এই বুভুক্ষু নগরীর ধ্বংসস্তুপে দাঁড়িয়ে
তুমি বলার সাহস পেতে না,
আমার হৃদয়ে তোমার স্পন্দন নেই,
আমার হাতের স্পর্শে তোমার সৌরভ নেই,
দ্রষ্টব্যের প্রগাঢ়তায় তোমার বিষন্নতা নেই,
তবে সন্ত্রাসবাদী মনোভাব নিয়ে আমি
সহসা হাজার রক্তচক্ষু জ্বেলে
স্টেনগান হাতে নিয়ে তোমার আকাশে একে দিতাম রক্তের লালিমা,
অরুণাভ সেই আলোতে দাঁড়িয়ে,তুমি বুঝে নিতে
আমার প্রতিটি রক্তকোষে ছড়িয়ে আছ তুমি-
স্বেদবিন্দুর অস্পর্শিত স্মৃতিতে তোমার প্রতিচ্ছায়া,
অদ্ভুত বনপলাশের আশ্চর্য অনুভুতির শ্রেষ্ঠত্ব তোমার
বেদনা আমার অতলান্তিক আবেশের মত
মহাকাব্যিক মরীচিকা, যাকে দূরে রাখা যায় না,
আপন করে নিতে আমার শ্বাপদ আবেগ
পুনর্জন্মে সৃষ্টিবিনাশী সন্ত্রাসবাদী হব আমি।