কথা দিলাম এই নীল পেড়ে হৃদয়জমিনের মাটিতে,
বৃক্ষের অঙ্কুরোদগমের অহংকার নিয়ে জেগে উঠব একদিন,
দুমুঠো ভালবাসার জৈবসারে,
জড়িয়ে নেব প্রস্ফুটিত নীলচে কুঁড়ির সুখ,
প্রথম সূর্যের ইপ্সিত তীক্ষ্ণ কিরণে,
খুঁজে নেব অন্তরজাত আলোর সালোকসংশ্লেষণ,
এক টুকরো স্ফটিক শিশিরবিন্দুতে,
ছুঁয়ে দেব তরতাজা স্বপ্নের ঘ্রাণ,
কৃষকের বিন্দু বিন্দু স্বেদজল আশায়,
রুপ নেব কোন এক বিমূর্ত অক্সিজেন উল্লাসে
যদি তুমি একঝাক কাঁচপোকার প্রেমে,
আলতো হাসিতে বুলিয়ে যাও বৃষ্টির পেখম
তবে আমি কথা দিচ্ছি,
তোমার প্রেমে হব শতাব্দীজয়ী মহীরুহ।