হৃদয়ের আঁচল তুলে হঠাৎ একবিন্দু নির্বাক চাউনি,
চোখে চোখ পড়েছে কয়েকবার
ঠোটের অনভিজ্ঞ প্রজাপতি রঙ আর চিবুকের মৃদু স্পন্দন,
আমার হাতে জলন্ত সিগারেটের নস্টালজিয়া
মুর্হুমুর্হু শব্দপ্রণালীর মাঝে আমাদের বিষাক্ত নিরবতা,
জমে থাকা নিঃশ্বাসের মতন দীর্ঘ কথোপকথন
মেহগনি টেবিলের এপাশে আমি, ওপাশে তুমি
মাঝখানে দুটো শুভ্র কাপ,কয়েকটি কাঁচের গ্লাস
বাইরে বৈশাখের নিরবদ্য রোদ,উত্তাপের হলকা,
শেষ পর্যন্ত সকল নীরবচারী কথামালা দূরে সরিয়ে দিয়ে,
এশট্রেতে মৃত সিগারেট গুঁজে দিতে দিতে আমি বললাম,
আমাদের নিরুপম পথ এখন দিশা হারানো এক গাঙচিল,
অজানা কোন গন্তব্যধারী  আশাহত আক্ষেপ,
সময় আর জীবন আবর্তে আমরা বিভাজিত
আমাদের নিয়তিবাদ মেনে নিতে হবে শ্রেয় পীড়নে।


গাঢ় নীল চোখে কয়েকবার পলক ফেলে,
অল্প কিছু জমে থাকা অশ্রুজল ব্যত্যয়ে,
তুমি প্রশ্ন করলে,আমাদের পথ কি আর কোনদিন এক হবেনা।
হৃদয়ের কয়েকটি স্পন্দমান আবেগ বৃথাই থামিয়ে দিয়ে,
আমি বললাম-
হয়ত আবার কোনদিন অগভীর জলসিঁড়ির তীরে নিষ্ক্রান্ত বিকেলে,
আমাদের জমে থাকা সহস্র আর্তনাদ  নিয়ে,
দেখা হয়ে যাবে একবার,
অথবা হয়ত দেখা না দেখার দোলাচলে
সময় ফসকে যাবে হাতের মুঠোভরা ইচ্ছে  থেকে,
আমাদের দেখা হবার স্মৃতি ধীরে ধীরে মুছে যাবে
বয়সের ভারাক্রান্ত মানসিকতায়।।