আমরা সবাই বাংলা মায়ের আদর্শ সন্তান
একতা আর সত্য দিয়ে গড়া মোদের প্রাণ
হাসি মুখে দেশ বাঁচাতে জীবন রাখি বাজি
জেলে,তাঁতি আপন সবে মিলেমিশে থাকি।


সুখ দুঃখেতে সবার মুখে হাসি উজাল রয়
রাখালিদের মুখ দেখে তাই মোদের গরব হয়।


আষাঢ় মাসে বাদল দিনে মুখর যখন ধারা
বান ডেকে যায় দুষ্টুমাতি বাদলা মেঘের পাড়া।
রুপকথার ঐ নীল পরিরা পদ্মেরি নাও বায়
হেথায় আসি বাংলা শিখে বাংলায় গান গায়।


আমরা হাসি কতক নবীন হাসে ধবল কাশ
ইচ্ছে মতো রোদ মাখে তাই ডানায় শিশু হাঁস।


স্বাধিনতার তান পেয়ে খুব চলছে বেঁকে নদী
মুক্ত ডানায় স্বাধিন লিখে উড়ছে সকল পাখি।


মাঠ ভরেছে সবুজ ক্ষেতে আর সোনালি ধান
বাংলাদেশের সব শিশুদের মুখেই দেশের গান।