হরি যে এক ব্যাঙের ছানা
   খাই সে পানা ঘাস,
পানায় খেয়ে পানায় বসে
    পানায় করে বাস।


ইচ্ছে মতো সে যে ঘুড়ে-
      এদেশ হতে ও দেশ উড়ে,


আষাঢ় মাসে বাদল দিনে
      শ্যাওলা মুরে কান্না জুড়ে-


যে আঁলেতে রোজি খোকা
     করে যাতায়াত।