দেখো আমি কেমন করে
মায়ের ছবি আঁকি;
আঁলতো করে কলম ধরে
দেই যে আঁকিবুঁকি,


অমনি যেন মেঘেরা সব
হেথায় চলে আসে-
কালো রঙে ছেঁয়ে পাতা
চুল হয়ে লো ভাসে।


সুরু করে কলম টেনে
আঁকি যখন নাক;
অমনি যেন ফোটে ওঠে
মায়া চোখের বাঁক,


মিষ্টি হেসে রসিয়ে ঠোঁটে
হালকা বুলোয় রঙ-
মা এসে যায় ছবির ভেতর
চোখ করে জ্বল জ্বল।


আমার চোখে জল এসে যায়
মায়ের চোখে দেখে;
ব্যাথায় ভরা শীল্পি আমি-মার
আঁখি যে দেয় এঁকে,


গাঢ় করে টীপ দিয়ে এক
কাজল পড়ায় যবে-
স্বয়ং তখন মা জননী
হাসছে আমায় দেখে।