ন্যাড়া বলে ডাকলি কেন?
                       ধরলি তো সাপের লেজ,
                একলা তবে বুঝ তাহলে;
                      ন্যাড়া বাবার তন্ত্র ভেজ!
পাড়ায় গিয়ে চুল কেটে,
        হাতে পায়ে ধুপ-মেখে,
এক পায়েতে চল হেঁটে;
       ন্যড়া বাবার সাগরেদ!
                  নইলে তো তুই মরবি!
                           ভূতের ভয়ে ডরবি!
                  তেঁতুল গাছের গড়ায়
                          -দে আয় সাঁত প্যাঁচ।