অনবদ্য লিখেছি তোমাকে
হাজারখানা চিঠি -হয়তো আরো বেশি
কালের ছুঁয়ায় দৃষ্টিসীমা গেছে ক্ষয়ে!


আকালের দিন ফুরোবে,
জানি হয়তো ফুরোবে না কোনোদিন
বার্ধক্যের বেড়া টেনে নেবে টাঙনের জলে ।


অনবদ্য তবু লিখেছি তোমাকে,


তোমাকে লিখার নামে অন্য বাহানা
তোমাকে লিখলে আয়ু দ্বিগুন বাড়ে


হঠাৎ খুলে-প্রকৃতির দ্বার


আমি দু'হাত পাতি


দু'হাতে মুষ্টিভিক্ষা আছে ভরে
অনবদ্য তবু লিখেছি তোমাকে...