বাজান,তুই বাজাইস না-আর এই বাঁশি।
বাঁশিতে দ্যাখি জুড়া আছে মেলা কান্দন।


সংসারি বেবাক কাজ-কাম থুয়া;আইজ
রইদে তাকায়া থাকিস'না যেন, -আইজ


রঙকইরা পিন্ধিতে ইচ্ছা করে -একখান
বেলুচি সাদা শাড়ি,যারে তুমি কও কাফন!


তুই করিস'না যেন -বেশি দেড়ি,আমার
চোক্ষে যে মেলা ঘুম,দ্যাখি বেবাক স্বপন।


নদীর দুই ঘাসে আইজ -বিশাল ঢেউ
দিঘীর কালো শ্যাওলায়'পরে মানিক-রতন!


আমার আইজ কেউ নাই,একলা থুয়া;
বেড়াইতে গেছো যানি কোন মরণের ঘাটে,


অচেনা একজন আমারে যাইতে কয়-
বাজান,আমার যে একলা একলা ডর লাগে!