স্বাধিনতা,রক্ত নদী -বইছে বুকের ভেতর
তারি মধ্যে দেখছি আমি সবুজ পতাকাটি।
স্বাধিনতা,রক্ত নদী -বইছে বুকের ভেতর
এরি মধ্যে দেখছি আমি সবুজ পতাকাটি।
স্বাধিনতা,স্বাধিনতা,তুমি মুক্তডানার পাখি।


স্বাধিন,তুমি স্বাধিনতার অন্য যে এক নাম,
স্বাধিন,তুমি সবার মনে কমোলমতি প্রাণ-
স্বাধিন,স্বাধিন,স্বাধিন নামে লিখব আমি গান।


স্বাধিনতার গানটি শুনে গায় যে ছোট্ট পাখি,
ও গায়ে এক নবীন থাকে স্বাধিন বলে ডাকি।
পাড়ায় পাড়ায় যায় রটে যায় স্বাধিনতার গান-
স্বাধিনতা লাখো শহীদের রক্তে-মাখা দান।