জ্বলছে দহন বসত গৃহে-
           ছুটছে কিশোর উন্মাদে,
খাঁচার ভেতর বন্দি পাখি
          আজকে সে যে সুখ খুঁজে।
                    কাঁদায় মেতে যুদ্ধ খেলা
     ক্ষুদ্দ গায়ের মানুষটি,
                    অস্ত্র দিয়ে করবে কি যে-
জ্বলছে যে তার চোখ'দুটি।


গলছে সিসা বুকে ভেতর
          উঠছে তারি রুদ্ধ শ্বাস
ঘর-কন্যে নারীরা সব-
          উঠছে জাগি দুর্বিপাক।
                    সবাই মিলে দূর্গ গড়ে
জ্বলছে দহন বসত গায়,
                    পাকিস্তানি হানাদের আজ
রক্ষা যে নাই,রক্ষা নাই।


কে যেতে চাই রণভূমে
         শান্ত মোরা মানুষজন,
শরীর পুড়ায় তপ্ত রোদে
        গায়ে মাখি নদীর জল।
               রাত্রি জেগে চালায় পালা
গায় যে মোরা দেশের গান,
              বাংলাদেশের মানুষ মোরা
গানেই খুঁজি নতুন প্রাণ।


চাইছে কে যে কেড়ে নিতে-
          মোদের হতে মায়ের হাসি
দেশ যে মোদের মায়ের মতো
          মাকে কত ভালো-বাসি।
          আজ হতে তাই বিশ্ববাসি-
এই কথাটি রাখবে মনে
          আমরা যে ভাই মুক্ত স্বাধীন
এই কথাটিই বলছি গানে।


রুদ্রাক্ষরেও লিখছি যে তাই-
         লিখছি সে যে মনের ভাষায়,
লিখবো মোরা জনম ভরে,
তাল-পাতার ঐ পুঁথির'রে,
        লিখবো তব পাথর গায়;
যেইখানে যা দেখতে পাই,
লিখবো কমোল আসর টেনে-
          ভাসিয়ে দেবো রঙিন নায়।


আমরা মুক্ত,আমরা স্বাধীন
         আমরা নাচি তা-ধি-না-ধিন,
বিশ্বজুড়ে বাঙালি যে
        শান্তি প্রিয় মানুষ ভাই।।