ভিখারির খুনে দু'হাত মেখে
তুমি বলেছিলে তুমি বলেছিলে।
ঠিক তুমি আমাকে বলোনি।


আমার এখনো মনে আছে
মনে আছে,হ্যাঁ,তুমিই বলেছিলে
বলেছিলে বলেছিলে বলেছিলে ।


নষ্ট শস্যের হাসি আমি দেখেছি
আমি দেখেছি।আমি তাকায় নি
তুমি বলেছিলে,চিৎকার করে বলেছিলে


থঁরহরি কেঁপে রেলের জানালা
বন্ধ হতে যাচ্ছে বন্ধ হতে যাচ্ছে...


বাঁচাও বাঁচাও অন্ধ ট্রাম ও জিপগুলি
খুরছে আমাদের স্বজনের শ্মসান।


আমি তখন বিদঘুটে অন্ধকার
আমার সমস্ত শরীরে ঘা...


লজ্জায় তাকাতে পারছি না।


ঘাতক বেঈমান দল ক্রোধে লাল মুখ নিয়ে
ফিরে যাবে,ফিরে যাচ্ছ...


ওরা রাস্তায় হামাগুরি দেওয়া
শিশুটির ওপর রোলার চাপিয়ে যাবে
ক্ষত-বিক্ষত করে যাবে বাংলার বুক।


থেঁথানো মুখ দেখে আর্তনাদ
থেঁথানো চিবুকে স্পর্শ মাত্র আর্তনাদ
আর্তনাদে আর্তনাদে চিৎপাত শুয়ে আছ।


হাজার বছর প'রে জেগে দেখবে
এ দেশে আবার শস্যর সোনালি ঘুরি হাতে;
হাঁড় কাঁপানো শীতেও উন্মাদ কিশোরটি
উন্মাদ কিশোরটি ছুটছে..ছুটছে।


রেল-লাইনের ধারে ভেজানো ফুল
ভেজানো ফুল রক্ত কাঁপনো,অশ্রু সিক্ত
ত্যাজি তরুণ;তার মুখ দেখে বলেছিলে।


হয়তো সেই তরুণ দীর্ঘ নয় মাস প'রে
খর রোদ্রে ঠাঁঠানো দীর্ঘদেহি যুবক।


নদী-মেঘমালা-অরন্যের কেয়া,সবুজ ঘাস
মেঠো পথ,জ্বলন্ত মশাল হাতে একদল অগ্রগামি কাফেলা'কে সাক্ষী রেখে বলেছিলে এ দেশ স্বাধিন হতে চলেছে।