আবারও ফিরে পেতে চাই
সেই পুরনো দিন,
ছিল না কোনো ব্যাকুলতা
ছিল শুধু রঙ্গিন।


নরম মনের শিশু যেন
জীবন ছিল তার মৃদু-বায়,
কোনোভাবেই আর ফিরে পাবার নয়
তাই ভেবে আজ কান্না পায়।


জীবন্ত গুহায় বিন্দুমাত্র রশ্মি
তাই দেখে আর কতো দূর হাঁটবো,
হারিয়ে গেছে যুগ, যুগান্তের ছোটবেলা
জানি-না আরও কতো কি হারাবো।