এমনও চোখে দেখেছো কি তার
নয়নও তলে মধুরও মতো,
অদ্ভুত হতাশায় দিন কাটে যার
জানিলে তোমারও দুঃখ হতো।


কিসেরও লাগিয়া এতটা বিলীন
কাহারও প্রাণে বেঁধেছিলে ঘর,
এমনও চোখে দেখেছো কি তার
আঁধার ঘনিয়ে যেন, আসিবে প্রহর।


কাহারও লাগিয়া করিবে প্রয়াস
ক্লান্ত বিকেলের গোধূলি-বেলায়,
এমনও চোখে দেখেছো কি তার
দৃষ্টি হারা এক, বিষন্ন মায়ায়।