এখন আর কই
ধুমায়িত কপির আনমনা সময়
পাশাপাশি বসার মত
সুন্দর বিকেল,
সবুজের বুকে নগ্ন পায়ে হাটাহাটি
গড়াগড়ি ধুলোয় শরীর
সোদা মাটির স্মেল।
এখনো অনুভব করি
এই তো সে দিন,
মাটিতে পিট রেখে আকাশ দেখেছি
বৃষ্টি মেখেছি শরীর জুড়ে
হারিয়ে গেছি গরুর পালে, নেঙ্গীর বিলে।
অথচ এখন
কি নষ্ট সময়, কষ্ট চারিদিকে
শহুরে হাওয়ায় দম ভারি করা
বিবর্ণ বিকেল..
সেখানে ফেরার কত আকুতি
সেই সোদা মাটি,
আহা জন্মভুমি, খাঁটি।