যদি বেঁচে যাই
যদি বেঁচে থাকি
যদি ফিরে আসে সেই
সোঁনালী সুদিন,
আবার ফিরে যাব
শিশির ভেজা মেঠো পথে
নগ্ন পায়ে হেঁটে হেঁটে
শ্বাস নেব, মুখোশহীন।।


ভোরের শীতল বাতাসে
খালি গায়ে
সবুজে ঘেরা গ্রাম টানে
বুক ভরে নিঃশ্বাস নিতে,
বিকালের মাঠ
আড্ডায় সন্ধ্যা রাত
ঈদ এলে এই শহর ছেড়ে
সবুজের কাছে ফিরে যেতে।


সময় আছে আজ
মুখোশ পরে
শ্বাসরোধ করা
করোনা ভয়ে ভীতু,
কার শ্বাস কখন
থেমে যায়
জানে না কেউ
কখন সে মৃত্যুতে থীতু।


যদি বেঁচে থাকি
বেঁচে যদি যাই
আঁশ মিটিয়ে শ্বাস নিতে যাব
আমাদের ছোট্ট গাঁয়,
করোনা বিহীন
সেই সোঁনালী সকাল
লুকোচুরি খেলা রোদ্দুর
খোলা জানালায়।


অপেক্ষায় আছি
মুখোশ যাবে ছুটে
আবার এই জনপদ
করোনাহীন,
নিঃশ্বাসের স্বাধীনতা
ফিরে পাবো আবার
মাঠে ময়দানে
উচ্ছ্বসিত জনতা
মুখোশহীন।