সরল বিশ্বাসে
যদি তুমি কর অপরাধ,
কে বলে অপরাধী তুমি?
তুমি সাধু!
তোমাকে সাধুবাদ!
আপন হস্তে যদি ঘুস তুমি ধর
সরল বিশ্বাসে পকেট ভর্তি কর
ওটা অপরাধ নয়,
স্বর্ণেও তো লাগে খাদ
কে বলে অপরাধী তুমি?
তুমি সাধু!
তোমাকে সাধুবাদ!
অভাব ছিলো তোমার
তাই স্বভাব গেছে বেকে
ঘুচিয়েছো তা তুমি
সরল বিশ্বাসে দুর্নীতি শিখে।
লোকে যা বলে বলুক
গায়ে মেখো না কিছুতেই তুমি
ওসব অপবাদ।
কে বলে অপরাধী তুমি?
তুমি সাধু!
তোমাকে সাধুবাদ!