মনে পড়ে ? কতটা বিদ্ধস্ত ছিলাম সেদিন?
বিশ্বাস ভেঙে ছিলো প্রথম যেদিন ,  শুনতে পেরেছিলে কি সেই উত্তপ্ত হাহাকার !
শেষের শুরুতে ছিলে কি অনুতপ্ত? তবে কেনো দেখেছিলাম অসুস্থ হাসি!
ভেবেছিলে থেকে যাবো ভগ্ন হৃদয়ে,তাই ভালোবাসি?  


পারিনি সেদিন তোমার শহরের অংশ হতে,স্মৃতি গুলো মুছে দিতে!
সময় আর স্মৃতির পাতায় রয়ে গেছো তুমি অপরিচিত!
ভেসে আসে আজও সেই নির্ঘুম রাত্রির স্তব্ধ আর্তনাদ
নিকোটিনের ধোয়ায় ভগ্ন সুরের কান্নারা করছিলো অনুনাদ।

তবে স্মৃতিরা ঘুমিয়ে থাকে অনন্তকাল ধরে
মাঝে মাঝে জেগে উঠে নতুন প্রারম্ভে
সুখ স্মৃতি? কাদায় পুনর্বার ফিরে যেতে !
আর দুখ স্মৃতি! ভুলে থাকার নিরন্তর চেষ্টা নানান অজুহাত আর পারিপার্শ্বিকতায়।
তবুও বিশ্বাসঘাতকতার অগ্নিতে পোড়া হৃদয়ের গন্ধে, ভেসে আসে বারবার


শেষবারের মতো আবার যদি সুযোগ মিলে
ইচ্ছের পাখিরা জীবন গল্পের অসমাপ্ত চিরকুট খানা আবার লিখতে শুরু করে ।
রাত্রির গভীরতায়, নিরব ভাবনায় তোমাকেই খুঁজে
আর শেষে গল্পের ইতি টেনে, হারিয়ে যাই দূর নীলাকাশে!