কিছু কথা
যা ভাবলেই বদলে যায় জীবনের প্রথা
কিছু কথা
যা ভাবলেই দিয়ে যায় হৃদয়ে ব্যথা
কিছু কথা তার
শুধুই হাস্যকর
আর কিছু কথা
ভয়ে আনে সীমাহিন ব্যকুলতা
কিছু কথা
যা বয়ে আনে স্মৃতি
কিছু কথা
যা পাল্টে দেয় জীবনের রীতি
কিছু কথা শোভিত মনে মনে
অশোভিত জনে জনে
কিছু কিথা সীমাহিন কল্পনার
খুজে নাহি পাই তার সাথে মিল বাস্তবতার

এভাবেই কথার রীতি
চলছে যথারীতি
কখনো ব্যাথা,কখনো হাসি
কখনো সুখ,কখনো দুঃখ
কখনো আশা কখনো নিরাশা
কখনো ভালোবাসা, কখনো ঘৃণা
এভাবেই কথা চলে, যেন অপরিচিতা।