আমি স্বপ্ন দেখি , ভোরের আলোয় রৌদ্র ঝিলমিল আকাশে ,
মুক্ত পাখির কুজনে মুখরিত হবে চৌদিক ।
নরক অনলে পুড়ে ,  জীবন সূর্যের সন্ধান পাবে ,
জগতের শুকনো , শূন্য হৃদয় আর বিকলাঙ্গ প্রাণ ।
আমি দেখি ,
নীলিমার নীল আর মাঠের সবুজের সমারোহে এক প্রাণবন্ত বসুধা !
আমার স্বপ্নে , জগতের শুকনো কালিমাময় হৃদয় হয়ে যায় শুচি-শুভ্র ।
কল্পলোকে আমি পৃথিবীর ভবিষ্যৎ বুনি !
আমি আমার স্বপ্ন বুনি ।
যুদ্ধের দামামা নয় ,  আমি ঘাসের গায়ে শিশিরের শব্দ শুনি ।
প্রতিহিংসার অনল , আমি ভালোবাসার শৃঙ্খলে আবদ্ধ করি !
অসুস্থ পৃথিবীকে ,  নতুন প্রাণ ফিরে পেতে দেখি ।


আমি সকল অনিয়মকে ,  নিয়মে পাল্টাই
আর দুর্নীতিকে ,  নীতিতে ।
আমি আমার ভাইদের হাসি মুখ চাই ।
রাত্রির কালো অন্ধকার নয়  ,  আমি রৌদ্র উজ্জ্বল সূর্য চাই ।
আমি আমার কল্প চোখে ,
প্রেয়সীর প্রেম নয়, ভালোবাসা দেখি ।
গোধূলির স্নিগ্ধ হাওয়ায় কিংবা বৃষ্টিস্নাত সকালে ,
অচিন্ত মনে আমি তার হাত ধরে হাটি !
এই পৃথিবীর বুকে আমি এক নতুন দিনের প্রহর গুনি ।