তুমি আসবে বলে
    আমার আকাশ সাত রঙে সাঁজে
তুমি আসবে বলে
   পাখিগুলো আজ মধুরসুরে গায়
তুমি আসবে বলে
   সাগরের ঢেউ অতলে হারায়
তুমি আসবে বলে
    আমি আমার মাঝে তোমায় নিয়ে হারাই
তুমি আসবে বলে
  নীলরঙা শাড়ি গায়েতে জরাই
তুমি আসবে বলে
  নিজেকে বকুলে মাখাই
তুমি আসবে বলে
   ওষ্ঠগুলো লাল জবায় মাখাই
তুমি আসবে বলে
  আমি আমাতে নতুন করে সাজাই
তুমি আসবে বলে
    এ শহরে ভালোবাসা জমাই
তুমি আসবে বলে
    এ পথে চক্ষু মেলে রাখি
তুমি আসবে বলে
   চাঁদ মামা আজ আলোকোজ্জ্বল
তুমি আসবে বলে  
    এ পথে পথে খেক শেয়ালের দল
ওহে, তুমি কি আসবে?
   পথ কি আজই হবে শেষ?
এ অপেক্ষার প্রহর হবে কি শেষ?
তুমি আসবে
    আমায় নিয়ে এক বর্ষায় গা ভেজাবে?
এ অপেক্ষা কভু হবে কি প্রক্ষা
তুমি আসবে এক হলুদ রঙের ছোঁয়ায়
    তুমি আসবে হাতে একরাশ লাল রক্তে
এসে কি বলবে
   এ অপেক্ষার প্রহর করো শেষ
এ বেলায় চলো ভালোবাসি বেশ।