স্বাধীনতা তুমি এসেছিলে বাংলায়
  এসেছিলে তুমি স্বপ্ন নিয়ে
হাজারো মায়ের দুঃখ মুছতে
   এসেছিলে তুমি স্বাধীন ভাবে বলতে
তুমি এসেছিলে রক্তে
   বোনেরা হাসবে বলে
তুমি এসেছিলে সমতার লক্ষ্যে
হে স্বাধীনতা, তোমার জন্য যে স্বপ্ন আঁকে
   তাকি আজো এসেছে বাংলায়
আজো কি বোনেরা হাসতে পারে?
  আজো কি মায়ের দুঃখ মুছে?
হে স্বাধীনতা,তবে কি তুমি আজো স্বাধীন নও?
   তুমি কি তবে নাম ধারী এক ​দরবেশ
নাকি স্বাধীনতার  আড়ালে  এক পরাধীন
     ​হে স্বাধীনতা, কি পেলাম মোরা
তুমি কি  সেই  সফল  সেনা?
   যার ভাবনায় হারিয়েছিল লক্ষ কোটি প্রাণ
হে স্বাধীনতা তুমি কি সেই মহান বাণীতে আসা শব্দ
   হে স্বাধীনতা আজ কি তুমি সেই স্বপ্নের স্বাধীন
না-কি আজও স্বাধীনতার নামে তুমি পরাধীন