কোন এক বিষন্ন দুপুরে, এক হকারের কান্নায়
ঘুম ভেঙ্গেছিলো জনতার ।
চারিদিকে উত্তপ্ত নিরবচ্ছিন্ন প্রকৃতি ;
সুকৌশলে মৌন সম্মোহণে দুরন্তপনাকে ছাপিয়ে
বড় শান্ত নিস্তবদ্ধ নয়নে তাকিয়ে ছিলো সেই হকার ।
হাতে ছিলো প্রাত্যাহিক জীবনের প্রতিটি মুহূর্তের
নতুনত্ব বিশ্ব বাজার ও দেশী – বিদেশী সংবাদের ভাঁড় ।
সর্বহারাদের দলে নাম লিখিয়ে
আজ নিজেই যেন একটি অলিখিত সংবাদ ।
দৃষ্টিগোচর হয়নি কোন সাংবাদিক ও মিডিয়ার ।
জানতে চায়নি কেউ তাঁর পরিনতির নেপথ্য ইতিহাস ।
সমাজের কুলাঙ্গাররা ছিনিয়ে নিয়েছিলো
তাঁর ঘামে ঝরা রোজগের । শুধু কী তাই !!
ছিনিয়ে নিতে হাত কাঁপেনি ওদের তার দৃষ্টিনন্দন নয়নের আলো ।
একদা যা ছিলো তাঁর প্রাত্যহিক জীবনের একমাত্র প্রার্থনার
মৃত্যুঞ্জয়ী রণক্ষেত্রের গভীরতা ।