কেমন করে দেখবে অতৃপ্ত হৃদয়ের রক্তক্ষরণ !
হৃদয়ের যন্ত্রণা তো হৃদয় দিয়েই অনুভব করতে হয়,
নানা অবয়বে আচ্ছাদিত হৃদয় আমার.
দেখার সাধ্যি কী তোমার !!
কেমন করে জানবে শুধু একটি ডাকে
বয়ে যাওয়া তড়িৎপ্রবাহ আমার !
মনের রং তো মন দিয়েই জানতে হয়,
শত আবীরের প্রলেপ দিয়ে সাজিয়েছি মনের বারান্দাটা
জানার সাধ্যি কী তোমার !!
সেই ভালো,
হৃদমন্দিরের অনুভূতিগুলো হৃদয়েই থাক্ জমা;
নাইবা দেখলে, নাইবা জানলে --
রক্তাক্ত হৃদয় নিয়ে কেউ একজন ছিলো পাশে,
যার হাতটি ধরে হয়তো পাড়ি দিতে পারতে
জীবনের অমসৃণ কন্টকাবৃত রক্তাক্ত পথ সকল !!