স্বপ্ন নিয়ে দেশ গড়েছি,
শিক্ষা নিয়ে স্বপ্ন।
আমায় ভেঙে গুঁড়িয়ে দিলি,
তোরাই আসল রত্ন।
আমরা যত ছিলাম বোকা,
স্বার্থ ভুলে নিজের।
স্বার্থ লোলুপ নিজ দ্বন্দ্বে,
তোরাই বেশ কাজের।
ভোটের দ্বন্দ্ব চাপান উতোর,
একের বোঝা অন্যে বয়।
এটাই যখন পরম পাওয়া,
এ বাংলা আমার নয়।