শোনা গেল কারা যেন নিয়ে গেছে দেহ,
আন্দোলন হবে ভীষণ আন্দোলন।
থমথমে মুখ নিয়ে বড় ছেলেটিও গেছে,
বড় লিডার আসছে, ঠিক হয়ে গেছে দিনক্ষণও ।
সিঁথির সিঁদুর মুছে সদ্য বিধবা এক কোণে,
পাইয়ে দেওয়ার রাজনীতি তে; সে হবে নাকি গেনার।
ছোট ছেলেটা বসে হিসাব করে চাকরির,
কোন এক দাদা নাকি বলেছে এই ওর ওনার।
শুরু হয়ে যায় রাজনীতির পাশা খেলা,
আন্দোলন চলে ,কাড়াকাড়ি চলে ;পচে যায় দেহ।
যে যার হিসাব বুঝে নেয় ভোটের বাজার করে শক্ত,
সব হারিয়ে ,শব হারাদের; খবর রাখে না কেহ।