দুঃখের হোক অবসান,
সকলকে দেওয়া হোক যোগ্য সম্মান।


আমরা মানুষ জাতি,
কোন না কোন কাজে রাখি অবদান।
অর্থ বলে ক্ষমতা দখল,
তাই সকলে পাইনা সম্মান।
গরিব চাষি মুটে মজুর,
আরো যত আছে খেটে খাওয়া মানুষ;
পাই কি সুবিচার ?
অর্থবল ক্ষমতাবলে হারিয়েছো বুঝি হুঁশ।


তাই বলি---
দুঃখের হোক অবসান,
সকলকে দেওয়া হোক তার সম্মান।


উন্নয়নের কান্ডারী যত,
সব গুছিয়ে নিতেই ব্যস্ত।
উন্নয়ন সব কাগজে-কলমে,
দেশটা গিলেই নেবে আস্ত।
তা বলি খাচ্ছ যেটা খাও,
আমাদেরও তো কিছু দাও।
রাস্তা নেই ঘাট নেই খাদ্য নেই,
চিকিৎসার জন্য বেড নেই।
নেই রাজ্যে পাচ্ছ কোথায় তোমরা ?
তবে কি বানের জলে ভেসে যাব আমরা !


দুঃখের হোক অবসান,
আমাদেরও তো দাও সম্মান;
বাঁচার জন্য অন্ন বস্ত্র বাসস্থান।
-------১৯/৭/২০২০-------