ভোল বদল
লেখক-- হিরণ্ময় ঘোষ
-----------------------------------------------------
তোমার মনে যখন বসন্তের ছোঁয়া,
আমি তখন শীত ঘুমেতেই মগ্ন।
একটু একটু করে খাই বাপের সঞ্চয়,
সবশেষ ,হৃদয় এখন তাই ভগ্ন।
সবেতো অলিগলি পেরিয়েছি,
সামনে বড়রাস্তার মোড়।
এরইমধ্যে বদলে গেছে ভোল,
কখন যেন সিঁদ কেটেছে চোর।
চোরের মায়ের অনেক বড় গলা,
তাকে ধরে সাধ্য আছে কার ?
সেটিংয়ের প্রবলেম যদি একটু হয়,
তবে না হয় খেয়ে নেব দুটো মার।
তারপর - আমায় থামায় কে,
টিকিটটা না হয় পয়সা দিয়েই নেব।
আমজনতা অনেক অনেক বোকা,
খুব চেঁচালে একটু-আধটু দেবো।
শীতের পরে বসন্ত টাই আসে,
তোমার শেষে আমার আসার পালা।
তোমরা যারা নিজেকে চালাক ভাবো,
পরিয়ে যাবে আমায় বরনমালা।
আমার কথায় উঠবে বসবে সবাই,
প্রতিশ্রুতিতে সবাইকে দেব ধোকা।
আমার সন্তান থাকবে মাছে ভাতে,
নুন ভাত খাবে- আর সমাজের বোকা।
----------------১৮/৯/১৯---------------------------