জীবনের ক্যানভাসে কত যে রং দিলাম,
তবু কেমন ফ্যাকাসে বিবর্ণ জীবন।


কখনো হামাগুড়ি দিয়ে কখনো গড়িয়ে,
কখনো আবার খুঁড়িয়ে চলার পথে;
এক চিলতে সুখের খোঁজ নিয়েছিলাম।
পেয়েও ছিলাম।
কিন্তু ,আঁকড়ে ধরে রাখতে পারেনি মন।
মনের অসুখে অনেকেই অসুখী,
ব্যতিক্রমী শুধু ছিলাম আমি।
অন্ততপক্ষে তাই বলে মনে হতো আমার।
মাঝে মাঝে মনকে প্রশ্ন করতাম,
কেমন আছো তুমি---?
কান পেতে বাতাসে উত্তর খুজতাম।
আমারই ভেতর থেকে খিলখিলিয়ে ভেসে আসত,
"যেমনটি রেখেছো তুমি।"
আমি হাসতাম,
চিৎকার করে বলতাম --আমি তো বেশ আছি।
খাচ্ছি দাচ্ছি নিজের সাথে খেলছি কানামাছি।
প্রত্যুত্তরে পেতাম একটা অট্টহাসি।
পাওয়া, না পাওয়ার হিসাব টা ;
আমি মেলাইনি কোনদিনই।
হয়তো মেলালেই বেশ ভালো হতো।


জীবনের ক্যানভাসে কত যে রং দিলাম,
তবু কেমন ফ্যাকাসে বিবর্ণ জীবন।


এভাবেই দিন যায়।
আবার হঠাৎ একদিন মনকে প্রশ্ন করি--
কেমন আছো তুমি --?
আমার ভেতরটা আর নড়াচড়া করে না।
ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলাম একটানা।
আর কোনো উত্তর এলো না।
আর সকলের মত সেও ছেড়ে চলে গেছে আমায়,
আমারই বেয়াড়া পনার জন্য।
এখন আর প্রশ্ন করি না।
এক অন্ধকার কোন নিয়েছি বেছে---
ফেলে আসা ইতিহাস নাড়াচাড়া করি।


জীবনের ক্যানভাস পুরোটাই সাদা,
মুছে গেছে সব রঙ জীবন থেকে।


--------৩১/৭/২০২০-------
ভাকুড়ি ঘোষপাড়া,
বহরমপুর ,মুর্শিদাবাদ।