কবিতা-- নিষ্ঠুর ইতিহাস
কলমে --হিরণ্ময় ঘোষ


------------------------
এক নগ্ন উদাসীনতা
বেঁধে ফেলতে চায় এ জীবন।
মুচকি হাসিতে নেই নিস্তার
চাই মুক্তির ভীষণ মরণ পণ।
এক অপরিসীম বাধার সম্মুখীন হয়ে
এগিয়ে যাওয়ার ভীষণ চেষ্টা।
সবখানেই রয়েছে স্বজনপোষণ
রক্তঝরা কান্নায় ভেঙে পড়ে মনটা।


মিথ্যা ---শুধু অভিনয়
দুদিনের এই স্বার্থের জগতে।
অন্ধকারে ডুব দেয় এ সমাজ
সব কিছু লুটে নেয় ফোকটে।
শুধু ম্লানমুখ গুলি উত্তরণের নেশায়
মুখ বুজে থাকে পড়ে।
শুধু বিষাক্ত এক বোঝাপড়ায়
এলিট শ্রেণীর উঠে পড়ে।


বুঝে নিতে গিয়ে অধিকার
বিপন্ন বোঝা যারা সাজা পায়
পড়ে থাকে নিষ্ঠুর ইতিহাস হয়ে।
      --------------**------------