বাঁকা পথে ওরা আজ,
        মদ্যপ নেশাখোর।
সহজ পথে যারা চলে,
        দেখায়  গায়ের জোর।
কচি মুখ কচি ভাব,
        অদ্ভুত এক ঘোর।
রক্তরাঙা ঢুলু চোখ,
        জীবন নিয়েছে মোড়।
ভবিষ্যৎ কেঁদে ওঠে,
         স্বপ্ন হীন চোখে।
প্ররোচনার নিষ্ঠুর ফাঁদে,
        গিয়েছে জীবন বেঁকে।
বাঁকা পথে ওরা আজ,
          জীবন ধূ ধূ মরু।
অবক্ষয়ের এই দুনিয়ায়,
          ভুলে ই তাদের শুরু।
       .......................