দুটি মন এক হয়,
দুটি পরিবার।
হৈ হুল্লোড় আর,
ভরপুর আহার।


ঘর বাড়ি সাজিয়ে,
নহবত বাজে।
পার্লার ঘুরে এসে,
কন্যাটি লাজে।


শোভাযাত্রা সহযোগ,
পাত্র বরবেশে।
আত্মীয় স্বজন বন্ধুরা,
ঘোরে হেসে হেসে।


লগ্নে শুভদৃষ্টি সহ,
মালাবদল শেষে।
সিন্দুর সিঁথিতে কন্যা,
সাজে বধূবেশে।


তারপর চোখের জলে,
কন্যা ছাড়ে ঘর।
কনকাঞ্জলি দিয়ে সে,
বাপ মাকে করে পর।


বিদায়বেলা মাএর মন,
দুঃখে  দুর্বিষহ।
এটাই মানব সংস্কৃতি,
শুভ হোক বিবাহ।
      .................