সুচরিতা,
কি লিখি তোমায় ;
কি বা দিতে পারি তোমায়?
নিতে পারি অনেক কিছুই।
গরমের  সকাল, দুরন্ত রৌদ্র ....
তোমার নতুন যৌবন প্রস্ফুটিত,
তোমার বোতাম খোলা উচুনিচু পথ ...
তৃষ্ণার্ত আমার চাহুনি।


এ এক গবেষণা।
পোষ্টমর্টেম এর ছোট ঘরে,
তোমার শরীর খানা।


তোমার শুধু ভয়,
আমি নিতেও পারি দিতেও পারি।
বর্বরতাময় উষ্ণতা।


বিনা অনুমতি পত্র,
লোক সমাজের ভয় ;
তবুওতো দুরন্ত চাহিদা ....
তুমি ও তো নির্ভিক ভাবে ভালোবেসে,
করে নিলে জয়।
তোমার শরীর আমার শরীর,
মিলে মিশে এক........
ভুলে গিয়ে সব লাজ সব ভয়।
আজ আর নয়, আজ আর নয়।
                            ইতি গবেষক।
      .........................