লজ্জাবতী লজ্জাবতী,
মধুর ছিলো ডাক।
সেতো অনেক দিনের কথা,
ভালোবাসার ব্যথা ;
বোঝায় কাকে বল্।


ভালোবেসে দিয়েছিল,
লজ্জাবতী নাম।
দুঃখ দিয়ে জীবন গড়া,
বিধি আমার  বাম।


পুরুষ নিয়ে সমাজ গড়া,
বুঝবে কে বারোমাস্যা।
প্রয়োজন ফুরায়ে গেলে,
আঙুল তুলে বলে বেশ্যা।


দুঃখ নিয়ে জীবন আমার,
দুঃখের অতল তল।
ভালোবাসার গভীর ব্যথা,
বোঝায় কাকে বল!


লজ্জাবতী লজ্জাবতী,
পড়েছে হাতের স্পর্শ।
আমায় নিয়ে খেললো যারা,
তারাই করে হর্ষ।


লজ্জাবতী লজ্জাবতী,
দুঃখবতী মন।
চোখের জলে রইলি পড়ে,
হারিয়ে প্রিয় ধন।
হারালি প্রিয় ধন।
       .........................