একান্তে চাইছি তোমায়,
কেন এত জল্পনা।
হৃদয়ের  কোলাহলে,
এসে যায় কল্পনা।
কল্পিত মুখে তার,
হৃদয়ের জলছবি।
কত কথা লিখি তাই,
লোকে  বলে কবি।
কল্পনায় কল্পিত মুখ,
শিল্পিত মননে।
চকিতের চকমকি,
হৃদয়ের ক্ষনে।
এত রূপ অপরূপ,
ঝলমলে হাসি।
কৃষ্ণ মন গোকুলে,
বাজাই মন বাঁশি।
এত সুর অপসুর,
কাজে কই মন?
কল্পবিলাসী মন খুঁজে,
হৃদয় জুড়ানো ধন।
মনের রাগিনী দিয়ে,
লেখা যে গান আজ।
কত রঙে রাঙানো,
জলছবির এ কোলাজ।
      .................