জোছনায় ভরিয়ে আকাশের বুকে,
      চাঁদ বুঝি ঐ খেলা করে।
মরমের জ্বালা মরমেই রেখে,
     একলা বন্দী সে ঘরে।


আমি শুধু ভাবি আর মনে মনে কাঁদি,
      রূপের লাবণ্যে সে জড়ানো।
ঝরে যাওয়া ফুল হোক সবুজের বুকে,
     তবুও যায় কি তাকে মাড়ানো?


একই আকাশে, কখনো কি দুটি চাঁদ ;
       জোছনা ছড়াতে পারে?
তাই বুঝি আজ রূপের সাগর নিয়ে,
        একলা বন্দী সে ঘরে।
..............................
এটি  মূলতঃ গানের জন্য  লেখা।