সমাজ গড়ার হে কারিগর,
শিক্ষা দেওয়ার নেশা।
আবহমান কালের ধারায়,
মহান তোমার পেশা।
শিক্ষার্থীদের বন্ধু হয়েও,
তুমি দার্শনিক, পথপ্রদর্শক।
তোমার চলা সংযত কোরে,
নবিশদের আদর্শ  হোক।
তোমার শিক্ষায় সুনাগরিক,
দেশের; দশের প্রয়োজন।
হিংসা, বিভেদ সব ভোলাতে,
বিতরণ করো শিক্ষা ধন।
তুমিই হবে আদর্শ মানুষ,
বুদ্ধিতে আর জ্ঞানে।
জয়ধ্বজা উড়িবে তবেই,
সর্বদা সব শিক্ষাঙ্গনে।
বিশ্বধাতার পরের আসন।
হবে তব অক্ষয়।
মানবতার জ্বলবে প্রদীপ,
তোমার সুশিক্ষায়।
         .........................