বলো কী হে গিন্নী...!


ছেলেটা আমার মস্ত ভেঁড়া,
বউ এর কথায় চলে।
শ্বশুর শাশুড়ির আপন হয়ে,
একই সুরে কথা বলে।


ঠিক বলেছো কর্তা তুমি ....।


জামাই আমার বেশ হয়েছে,
মোদের কথায় চলে।
বাবা মাকে আজ পর করেছে,
মেয়ের কথায় ভুলে।


এমন ভাবেই কাটছে জীবন,
পাল্টে যায় রসায়ন।
মন্থরাটা না থাকলে কি আর,
হতো কি রামায়ণ?


কর্তা গিন্নীর দুঃখ সুখেই,
কাটছে জীবন ধারা।
চারিদিকের সাঁড়াশি চাপে,
ছেলেরা পড়ছে মারা।
           ......................