আরে আরে বল কী হে,
ও তো বাড়ির জামাই।
সে কী বলো ভৃত্য ভাবি,
করেনা কোনো কামাই?
কি আর করে, ফাইফরমাশ,
খাটছে শুধু সারাদিন।
দিনের শেষে মেয়ে আমার,
নাচায় তা ধিন্ ধিন্।
ভালোই কর, পুশছে সবাই ;
পক্ষী কিম্বা জন্তু।
তুমি ভায়া পুশছো জামাই,
খারাপ যে নয় কিন্তু।
ছি ছি ছি! বলছো কী ভায়া,
সাধের যে ঘর জামাই।
মেয়েটাকে আগলে রাখে,
নাই বা করুক কামাই।
গিন্নী আমার বড্ড ভালো,
মনে কিন্তু সূচিবাই।
মেথর দিয়ে কাজ হবেনা,
করে ঘরের জামাই।
ভাগ্যবান হে এই বাজারে,
ফ্রী তে পাচ্ছো দাস।
বরাত জোরে শ্বশুর পেল ও,
নইলে কাটতো ঘাস।
        ......................