সাজো সাজো রব তুলে
নকলনবিশ ওরা কারা?
ডামাডোলের এই বাজারে
মনে হয় ধরাটাই সরা।
সূর্য ধরা সাধ সকলের
উষ্ণতাকে নেই পরোয়া,
গতিবেগকে হার মানাতে
বখাটে ছোঁড়া বেপরোয়া।
নারী যখন সৃষ্টির মূলে
ধ্বংস ও তার উস্কানিতে,
সভ্যতা আজ এগিয়ে চলে
মহাকালের হাতছানিতে।
দৃষ্টি শক্তি ঝাপসা হতেই
সব কিছু নয় আর স্পষ্ট,
জন্মদাত্রী ঘরছাড়া হয়েও
কাঁদে দেখে ছেলের কষ্ট।
এটাই এখন রোজনামচা
এটাই যে কালের ধারা,
সাজো সাজো রব তুলে
নকলনবিশ ওরা কারা?
       ...................