বুক ফাটা আর্তনাদ
আর প্রাণ খোলা ভালোবাসা,
কাঁটার খোঁচায় নাকাল
তবুও মনে সৌন্দর্যের আশা।


যে পার সরিয়ে দাও বোঝা
আমি আর ভাবতে পারিনা,
স্বপ্নের হাত ধরে আসা সুখ
আমি আর বইতে পারিনা।


বটবৃক্ষ খুঁজে ক্লান্ত পথিক
ভুলতে বসেছে পথচলা,
যার জ্বালা সে ই বোঝে
তোমার তাতে কাঁচকলা।


বুক ফাটা আর্তনাদ
আর প্রাণ খোলা ভালোবাসা,
টাকার গন্ধে টাকার আসা
ভালোবাসা না লোভ লালসা।
            ..................