মত তুই শান্ত থাকিস,
আলতো ভাবে দুচার কদম।
যার ভাবনা সেই ভাবুক,
যুগটা কেমন অন্যরকম।


স্বাধীনতার অর্থ অনেক,
আমার কাছে অন্যরকম।
যার আছে তার অনেক আছে,
দেবার বেলায় পিছায় কদম।


বন্ধু গাছটা অনেক যে দেয়,
আমরা থাকি নিয়ে কুঠার।
ছোট্ট সোনার আদর্শ মা,
বৃদ্ধা হলেই অনেক দোষ তার।


স্বাধীনতার অর্থ অনেক,
বন্ধ ঘরে স্বপ্ন দেখা।
যুগটা কেমন অন্যরকম,
স্বাধীন;তবু বড্ড একা।