সুখ নামুক সোনার চামচে।
লেখক------- হিরণ্ময় ঘোষ
--------------------------
একটি স্বপ্ন নিয়ে বাঁচা,
অনেকদিন আগে;
পথশিশুদের মাঝে দেখেছিলাম--
নিজের প্রতিবিম্ব।


তারপর মরীচিকার পিছে ছোটা,
কখনো ক্লান্ত কখনো শ্রান্ত মনে;
পেয়েছি কত করুণা।
হাত পেতে নিয়েছি কিছু কিছুটা আবার না।


সকলেই তো স্বপ্ন দেখে,
আমিও বা কম কিসে  ?
শুধু তোমাদের পৃথিবীতে সূর্য হাসে,
আর আমারটা নিমজ্জিত অন্ধকারের বিষে।


তবুও নির্ভীক হৃদয় থামায়নি পথ চলা,
অজানার হাতছানি।
ছুটেছি পাগলের মতো,
উপেক্ষা করে কত কানাকানি।


কিছুটা উপদেশ আর অনেক বেশি উপেক্ষা,
কেড়ে নিতে পারেনি পথ।
শুনেছি এক উদাত্ত বাণী--উত্তরণের,
কিন্তু আসেনি কোন এক রথ।


শুনেছি কত কথা উপকথা,
আসলেই গণতন্ত্র তো;
এখানে চাওয়ালাও হয় রাজা।
কিন্তু আমি চির হতদরিদ্র প্রজা।


সকলেরই স্বপ্ন --পূরণের পথে,
সংরক্ষন আর কোটা।
প্রতিবিম্ব আমি নাম আছে ,গোত্র জানিনা;
তাই উপহাসে বাঁচি--- নিয়ে জন্মের খোঁটা।


অনেকটা পথ হাঁটা হয়ে গেছে,
হতাশা আর যন্ত্রণাক্লিষ্ট ভূমে।
সুখ নামুক সোনার চামচে,
মহাকালের হাতছানিতে ঘুমাবো চিরঘুমে।
২৩/৭/২০২০
ভাকুড়ী ঘোষপাড়া,
বহরমপুর, মুর্শিদাবাদ।