চোখের উপর ঘন মেঘের আড়াল রেখে,
তবুও কেন এই আঁধারে পদ্য লিখি!
আমরা যদি কষ্ট আঁকি স্বপ্নঘোরে,
নাকের পাশে নীলচে হওয়া দাগের পরে-
আমরা যদি জেদ করে আর না কই কথা,
রোজ সকালে নাই প্রকাশি ব্যাকুলতা?
ছোট্ট মন, আর জগৎ যদি খুব বড় হয়?
ভুল হয়ে যায় ঘরে ফিরে আসার সময়!


অভিমানী, তাইতো লিখি পদ্যখানি,
লুকোতে চাই যা আছে মোর লজ্জা, গ্লানি;
তোমার কাছে ঋন করে যাই এই প্রকারে,
পাওনাদারে আমায় ছাড়া খুঁজবে কারে?
স্বার্থপরই সার্থকতা, এই বিচারে-
বাঁধনু তোমায় এ হেন নীচ দূরাচারে,
আপশোস নাই, কারণ তুমি আসবে ফিরে,
কবিতার এই ঘন মেঘের আঁধার চিরে।