আমাদের শেষ দেখা হবে আকালের আঁধারে;
হয়তো আবার ভোর হবে,
পাখি ডাকবে, ফুল ফুটবে মাটির উপর-
সেরে উঠবে পৃথিবী, যেভাবে উঠেছে এতকাল;
আরেকটু মৃত, আরেকটু নিষ্কাশিত হৃদয়ে
আরেকটু রক্তশূন্য, আবেগশূন্য চাহনিতে
দেখতে পাবো, যেখানে যে রইলো-
ভুলে যাবো, যারা আর নাই।


যে যার নিজের পথে চলে যাবো সাফল্যসন্ধানে-
যে ভ্রমে ঘুরেছি আমরা এর আগে শ'দুয়েক বছর;
আমাদের শরীর ফের ভিজে যাবে, রক্তে ও ঘামে,
বর্ষা নামেনি সেই কতকাল, ভেজেনি শহর-


মনে যদি নাই থাকে, লিখে রেখ স্মৃতির আড়ালে
শেষ দেখা হয়েছিল প্রবল আঁধারে, আকালে!